বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


বাড্ডার রেণু হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিল হৃদয়: ডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেণুকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি হৃদয়।

আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের পর হৃদয়কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে এই হত্যায় জড়িত আরও ৭ জনের নাম জানিয়েছে হৃদয়। তাদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানান আব্দুল বাতেন।

তিনি জানান, গ্রেপ্তার এড়াতে হত্যাকাণ্ডের পরপরই এলাকা ছাড়ে হৃদয়। মাথার চুল কেটে চেহারায় পরিবর্তন আনে। দুপুরের পর হৃদয়কে আদালতে তোলা হবে এবং রিমান্ড আবেদন করা হবে বলেও জানান আব্দুল বাতেন।

তিনি বলেন, হৃদয় জানিয়েছে, ঘটনার দিন রেণু শুরুতে এক নারীর সঙ্গে কথা বলেন। সেই নারীই রেণুকে প্রথমে ছেলেধরা বলে দাবি করেন। অজ্ঞাত সেই নারীকে খোঁজা হচ্ছে বলেও জানান আব্দুল বাতেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ