আওয়ার ইসলাম: রাজধানীর সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে তারা। এর ফলে বন্ধ রয়েছে সকল ক্লাস, পরীক্ষা।
এদিকে সকাল ১০টা ২০ মিনিট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে আন্দোলনকারীরা। তারা বলছেন, আমাদের একটাই দাবি, সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।
আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া বলেন, আজও শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। সকল একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে তারা বিক্ষোভ করছে। আমাদের এ আন্দোলনে শিক্ষকদের মৌন সমর্থন রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে রোববার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ সামাদ অধিভুক্তি বাতিলের ক্ষমতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেই জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছিলেন। বাকি সিদ্ধান্ত চীন সফরে থাকা উপাচার্য ফিরে আসলে নেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু আন্দোলনকারীরা এতে সাড়া না দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        