বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


জাতীয় পার্টির চেয়ারম্যান হলেন জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তারই ছোট ভাই ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির (জাপা) নতুন চেয়ারম্যান করা হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি জানান, এখন থেকে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। এর আগে তিনি দলটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়। অবশ্য এ পদের জন্য এরশাদ নিজেই ভাই জিএম কাদেরকে মনোনীত করে গেছেন। এবার তার মৃত্যুর পর প্রথম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ