বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


নুসরাত হত্যা: মাদরাসা কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুসরাত হত্যার ঘটনায় গাফিলতির জন্য মাদরাসাটির ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এনামুল করিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জুলাই) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের বেঞ্চ এ আদেশ দেন। উচ্চ আদালত বলেন,নুসরাত হত্যা মামলায় মাদরাসা ম্যা‌নেজিং ক‌মি‌টির দায়িত্বহীনতা ছিলো।

এছাড়াও তদন্ত করে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা একমাসের মধ্যে হাইকোর্টে রিপোর্ট দিতে বলা হয়েছে। একইসঙ্গে ম্যানেজিং কমিটির ব্যর্থতা কেনো অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাদে নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ