বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মরহুম এরশাদ ইসলাম ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। দেশের মানুষ তাকে আজীবন স্মরণ রাখবে।

এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহি সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেজাউল করীম প্রমুখ নেতৃবৃন্দ সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ তার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ