বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


আগের সিদ্ধান্তই বহাল, তিন রুটে চলবে না রিকশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি জানান, রিকশার মালিক-শ্রমিকদের দাবির প্রেক্ষিতে সব ওলি-গলি থেকে অবৈধ রিকশা ও ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

রোববার (১৪ জুলাই) নগর ভবনের মেয়র সেলে ডিটিসিএ নির্বাহী কমিটির বৈঠক শেষে রিকশার মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে এ ঘোষণা দেন মেয়র।

জানা গেছে, ২ সিটি করপোরেশনের লাইসেন্সধারী রিকশা রয়েছে ৮০ হাজার ৪৭৩টি। এর মধ্যে ঢাকা দক্ষিণে ৫২ হাজার ৭৫৩ এবং উত্তরে ২৬ হাজার ৭২০টি। তবে রাস্তায় রিকশা চলাচল করে ৮ লাখের বেশি। ১৯৮৬ সালের পর কোনও রিকশার লাইসেন্স দেওয়া হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ