বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭


প্রিন্সিপাল হাবীবুর রহমান আলেম সমাজের স্মৃতিতে থাকবেন অম্লান: আলী উসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া কোরআনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদীস আল্লামা আলী উসমান বলেন প্রিন্সিপাল হাবীবুর রহমান একজন ন্যয়ের বলিষ্ঠ কন্ঠস্বর, বাংলাদেশের ক্বওমী অংগনে যার অগ্রণী ভুমিকা অবিস্মরণীয় ছিল তিনি একজন।

আজ শনিবার দুপুর ২টায় ঢাকাস্হ কাজী বশির মিলনায়তে বাংলাদেশ খেলাফত মজলিশের উদ্যোগে আয়োজিত প্রিন্সিপাল হাবীবুর রহমান স্মরণে কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন দেশের ইসলামী জাগরনের আপষহীন নেতৃত্ব শাইখুল হাদীস রহ. এর অন্যতম একান্ত সহযোগী ছিলেন বীর প্রিন্সিপাল, যখন শাইখুল হাদীস সাহেবের কোন আন্দোলনের ডাক দেওয়া হতো তখন তিনিই সবার আগে সাড়া দিতেন।

সর্বপরি প্রিন্সিপাল হাবীবুর রহমান একজন আলেম সমাজের গৌরব, তিনি আজ নেই আমাদের মাঝে তবে আলেম সমাজ চিরদীন স্মৃতিতে অম্লান রাখবেন তাকে।

কনফারেন্সে আরো বক্তব্য রাখেন"কনফারেন্সে আরো বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, সাবেক মহাসচিব মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ড. জি এম মেহেরুল্লাহ, মাওলানা এনামুল হক মূসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক।

চট্টগ্রাম নগর ছাত্র মজলিশের সভাপতি মুফিদুল ইসলাম সোহাগ সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুর রহীম, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ হোসাইনী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ