মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা

বিশ্বকাপে রোজা রেখে খেলছেন বাংলাদেশি তিন টাইগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোজা রেখে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ।অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনজনই। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ও পেয়েছেন তারা।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মর্তুজা নিজেই জানালেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের রোজা রেখে খেলার কথা। শুধু তাই নয়, বিশেষ ধন্যবাদও তিনি জানিয়েছেন এই তিন ক্রিকেটারকে। জানা গেছে, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই তারা রোজা রেখে খেলা ও অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ দলের মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘রোজা রেখে খেলতে পারা আমার জন্য বড় এক অভিজ্ঞতা। এমন একটা ম্যাচে রোজা রেখে খেলা ভাগ্যের ব্যাপার।’

বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোজা রেখে খেলেছেন বলে জানান মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমি যখন নিয়ত করেছি, তখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। রিয়াদ ভাই আর মুশফিক ভাইর সাথে নিয়ত করেছিলাম।’

এত লম্বা সময় রোজা রেখে খেলা কতটা কঠিন ছিলো? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘না আমার খুব ভালো লেগেছে। কোনো কষ্ট অনুভব হয়নি। বিশেষত এমন দিনে ম্যাচ জিততে পেরে আরো বেশি ভালো লাগছে। ম্যাচ শেষে মাশরাফী ভাইও বলেছিলেন, আমরা রোজা রেখেছি বলেই আমাদের উপর আল্লাহর রহমত ছিলো।’

এবারে রোজা শুরুর আগেই দেশ ছাড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ছিল ত্রিদেশীয় সিরিজ। ৫ মে শুরু হয়েছিল এই সিরিজটি। ৬ ও ৭ মে থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বিশ্বের কোনো দেশে ৬ মে ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে রোজা শুরু হয়েছে ৭ মে থেকে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও ছিল রোজা। আর বাংলাদেশ দলের মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও  মেহেদি হাসান মিরাজ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে রোজা রেখেই খেলা ও অনুশীলন চালিয়ে গিয়েছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ