আওয়ার ইসলাম: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।
শারীরিক অবস্থা আগের চেয়ে মোটামুটি ভালো এবং তিনি রোজা রাখছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জানি, উনি রোজা রাখছেন। ব্লাড প্রেসার ও ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন, ইনসুলিনও নিচ্ছেন। এর আগে ইনসুলিন না নেয়ায় ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। এখন ওনার শরীর মোটামুটি ভালো, উনি আগের চেয়ে অনেক সুস্থ।’
এদিকে কারাবন্দী খালেদা জিয়ার মামলার বিরুদ্ধে দায়ের করা ১৭ মামলা বিচারিক কার্যক্রম কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে রবিবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট নামে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে গেল বছরের ৮ ফেব্রুয়ারিতে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। পরে এই সাজা আপিলে বাড়িয়ে ১০ বছর করা হয়। ওইদিন থেকে কারাগারে থাকা খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ চিকিৎসাধীন রয়েছেন।
-এটি