মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭


ভেজাল খাবার পরিবেশনের অভিযোগে কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভেজালবিরোধী অভিযানে ঢাকার অভিজাত এলাকা গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় রেস্তোরাঁটিকে এ জরিমানা করা হয়। ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল বনানী ও গুলশান এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে অভিযান চালায়।

আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ায় গুলশান-২ এর ধানসিঁড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো. শরীফকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে ধানসিঁড়ি ছাড়াও বনানীর ১০ নম্বর সড়কের আহেলী কাবাব এন্ড রেস্টুরেন্টে ঢোকেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য রেস্টুরেন্টের ব্যবস্থাপক মনির আহম্মেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই কারণে বনানীর ১৭ নম্বর সড়কের শালিমার গার্ডেন রেস্তোরাঁর ব্যবস্থাপক দিদারুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ