আওয়ার ইসলাম: কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সাময়িকভাবে স্থগিত করেছে গণপূর্ত বিভাগ। রেলওয়ে লালমনিরহাট বিভাগ আপত্তি জানালে এ মসজিদের নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ তথ্য জানিয়ে গণপূর্তের কুড়িগ্রাম অফিসের নির্বাহী প্রকৌশলী মো. তৌফিক আলম সিদ্দিকী জানান, নতুন স্থান নির্বাচন না হওয়া পর্যন্ত এ কাজ স্থগিত থাকবে।
সম্প্রতি প্রতি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প হাতে নেয় ধর্ম মন্ত্রণালয়। এর আওতায় কুড়িগ্রামে পরিত্যক্ত পুরাতন রেলস্টেশন প্রাঙ্গণে শূন্য দশমিক ৪২৯২ একর ভূমিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের স্থান নির্ধারণ করে গণপূর্ত বিভাগ এবং এজন্য রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়। একইসঙ্গে গণপূর্ত বিভাগ ওই মসজিদ নির্মাণে দরপত্রও আহ্বান করে। শুধু তাই নয়, দরপত্রে অংশ নেওয়া স্বাধীন কনস্ট্রাকশন নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান এই মডেল মসজিদ নির্মাণের কাজও পায়।
গণপূর্তের কুড়িগ্রাম অফিসের নির্বাহী প্রকৌশলী মো. তৌফিক আলম সিদ্দিকী জানান, মসজিদটি নির্মাণের জন্য স্বাধীন কনস্ট্রাকশনকে কার্যাদেশও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রেলওয়ের লালমনিরহাট বিভাগের আপত্তিতে এ মসজিদ নির্মাণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কেপি