মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরলেন মুফতি নজরুল ইসলাম কাসেমী পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে গুলশান কার্যালয়ে যাচ্ছেন শায়খে চরমোনাই খালেদা জিয়ার মৃত্যু: বুধবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে সব দোকানপাট খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাবিতে দোয়া মাহফিল খতমে বুখারি ও শিক্ষা সমাপনী অনুষ্ঠান নিয়ে পাকিস্তান বেফাকের কঠোর সতর্কবার্তা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নূরানী বোর্ডের পরিচালকের শোক খালেদা জিয়ার ইন্তেকালে ইউকে জমিয়তের শোকবার্তা খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

‘রমজান আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা শিক্ষা দেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুনাবলী সৃষ্টির আহবান নিয়েই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে হাজির।

আজ মঙ্গলবার সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের আলোচনায় পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।

আজ থেকে তালিম শুরু হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চরমোনাইর ময়দানের বিশেষ তালিমে ধর্মপ্রাণ মানুষ সমবেত হতে থাকে আগ থেকেই। এতে পীর সাহেব চরমোনাই ছাড়াও চরমোনাই দরবারের খলিফাগণ বিশেষ বয়ান করে থাকেন।

মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজান অতি গুরুত্বপূর্ণ। রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলামের প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস।

মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান।

এ রমজান মাস পাওয়ার পরও যারা নিজের গুনাহ মাফ করিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, তাদেরকে আল্লাহর হাবীব সা. অভিশপ্ত করেছেন। তিনি বলেন, তাকওয়ার গুনে গুনান্বিত হয়ে আল্লাহর দীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি বলেন, উন্নত চরিত্র অর্জনের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করত: পাশবিক শক্তিকে আয়ত্ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। ব্যক্তিগত এবং সামাজিকভাবে সর্বত্র আল্লাহর দ্বীনের প্রাধান্য প্রতিষ্ঠায় যাবতীয় প্রতিকুলতার মুখে টিকে থাকার জন্যে যে মানসিকতার প্রয়োজন, সিয়ামের সাধনার মধ্যেই তা অর্জিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ