মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

২৭ তারিখ খতমে নবুওয়ত মহা সম্মেলন, চলছে ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৭ মার্চ বুধবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ঢাকা ২ নং জোনের উদ্যোগে খিলগাঁও উচ্চবিদ্যালয় মাঠে খতমে নবুওয়ত মহা সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে।

আজ সংগঠনের খিলগাঁওয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ২ নং জোনের ৯ টি থানা ( রমনা, পল্টন, শাহবাগ,মতিঝিল, মুগদা, শাহজাহানপুর, রামপুরা, সবুজবাগ, খিলগাঁও) এর উলামায়ে কেরাম ও মাদরাসার মোহতামিমদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সমন্নয়ক মাওলানা আশেকুল্লাহর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম,

আল্লামা নুরুল ইসলাম বলেন, আমরা আশা করছি সম্মেলনে লক্ষ লক্ষ লোক সমাগম হবে। ইতোমধ্যে আমরা দারুল উলুম দেওবন্দের মোহতামিম সাহেবের অংশগ্রহণ নিশ্চিত করেছি।

এতে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা ইউসুফ তাওলুভী, ও আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা আশরাফ আলী, আল্লামা নুর হুসাইন কাসেমী, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

আল্লামা মাহমুদুল হাসান, মাও. বাহাউদ্দিন জাকারিয়া, জুনাইদ আল হাবিব, মুফতি মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইউবি, মাওলানা হাসান জামিলসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক স্কলাররা।

সভায় বক্তারা বলেন এ সম্মেলন আন্দোলনের সূচনা মাত্র। আমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবি আদায় নিশ্চিত না করে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ।

সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা ইউনুস ঢালী, মুফতি আল আমিন, ইনসাফ সম্পাদক মাহফুজ খন্দকার মাওলানা সুলতান আহমদ, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা রওশান জামিলসহ ৯ থানার শতাধিক উলামায়ে কেরাম।

বৈঠকে সম্মেলনের নিরাপত্তার জন্য ১৫০০ সেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ