আওয়ার ইসলাম: সারাদেশে সড়ক-মহাসড়ক থেকে সব ধরনের বিপজ্জনক খুঁটি দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে বিপজ্জনক এসব খুঁটি অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বলে জানা যায়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। বিষয়টির প্রতি গুরুত্ব দিতেও নির্দেশ দিয়েছেন কোর্ট।
-এটি