আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য মাঠ ও এর আশপাশের সব এলাকায় সিসিটিভি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘ইজতেমার প্রতি ইঞ্চি জায়গা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে।’
আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর পৌরসভা মাঠে ‘বিশ্ব ইজতেমা-২০১৯’ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ফলোআপ সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি আরো বলেন, ‘ইজতেমায় এবার আমরা নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য বারের চেয়ে অনেকগুণ বাড়িয়েছি। আমাদের নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে। সমস্ত টঙ্গীতে থাকবে নিরাপত্তা সিসিটিভি।
এবার আমরা সিসিটিভি কাভারেজ অনেকগুণ বাড়িয়েছি। আপনারা মনে রাখবেন, দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিনই সিসিটিভি কাভারেজের মাধ্যমে আপনাদের প্রত্যেকটি ইঞ্চি আমরা কাভার করার চেষ্টা করব।’
বিদেশি মেহমানদের প্রসঙ্গে আইজিপি বলেন, বিদেশ থেকে যারা আসছেন, তাদের প্রত্যেকের তালিকা আমাদের কাছে আছে। প্রতি মুহূর্তে তালিকা আপডেট করা হচ্ছে।
কাজেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এছাড়া সিসিটিভির বাইরে ওয়াচ টাওয়ারের র্যাবের হেলিকপ্টার টহল থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি শুরু হয়ে গেছে। সবাই নিশ্চিন্তে ইজতেমা আসবেন।
-এটি