বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

প্রত্যাবাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে নিবন্ধিত রোহিঙ্গা ১১ লাখ ১৮ হাজার ৫৫৪। আজ বৃহস্পতিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিলো।

কিন্তু তারা ফিরতে চায় না তাদের ভিটে মাটিতে। তাই প্রত্যাবাসনবিরোধী বিক্ষোভ শুরু করেছে রোহিঙ্গারা। কয়েকটি বাস নিয়ে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা মিয়ানমারে ফেরত পাঠাতে অপেক্ষারত রোহিঙ্গাদের আনতে টেকনাফের উঞ্চিপাং ক্যাম্পে যান।

বিক্ষোভে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর করে তুলছে পরিবেশ। রোহিঙ্গারা দাবি করছে, মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ নেই। জোর করে ফেরত পাঠালে মানবাবিধকারের লঙ্ঘন হবে।

বেলা দেড়টা পর্যন্ত সেখানে শত শত রোহিঙ্গাকে বিক্ষোভ করতে দেখা যায়। সোয়া একটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। সেখানে র‍্যাব, পুলিশ, বিজিবি সদস্য মোতায়েন আছে। এর মধ্যেও রোহিঙ্গারা স্লোগান দিচ্ছে। এ বিক্ষোভ অন্য ক্যাম্পেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহাম্মাদ আবুল কালাম বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দেওয়া প্রতিবেদন প্রত্যাবাসনের অনুকূলে না।

টেকনাফের ২২ নম্বর ক্যাম্প উঞ্চিপ্রাংয়ে রোহিঙ্গারা প্রত্যাবাসনের জন্য প্রস্তুত। তাদের সঙ্গে কথা বলব। তারা স্বেচ্ছায় যেতে চাইলে প্রত্যাবাসন শুরু হবে দিনের যেকোনো সময়। ওদিকে মিয়ানমারও প্রস্তুত আছে।’

উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা এখন ১১ লাখ ১৮ হাজার ৫৫৪। এর মধ্যে গত বছরের ২৫ আগস্টের পর এসেছে প্রায় সাত লাখ রোহিঙ্গা। আজ প্রথম দিন ৩০ পরিবারের ১৫০ জনকে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা হলেও অনেকেই রাজি না তাদের দেশে ফিরে যেতে।

‘একঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক আমরা চাই না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ