বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ১ জিলকদ ১৪৪৫


রাশিয়ায় ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীর হাতে নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ১৮ জন নিহত হয়েছেন রাশিয়ার অন্তর্ভুক্ত ক্রিমিয়ার একটি কলেজে সন্ত্রাসীদের হামলায় । প্রথমে  ‘অজ্ঞাত বিস্ফোরক ডিভাইস’ বিস্ফোরণের ফলে কর্তৃপক্ষ নিহত হওয়ার এমন খবর  জানালেও  এখন তারা বলছেন, কার্চের ওই কলেজে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন সবাই। খবর বিবিসির।

রুশ তদন্তকারীরা বলছেন,  এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে  ১৮ বছর বয়সী এক ছাত্র। পরে  ছাত্রটি নিজেও আত্মহত্যা করে। ওই ছাত্রের নাম ভ্লাদিস্লাভ রোসলিয়াকভ বলে চিহ্নিত করা হয়েছে।

প্রথমে কলেজ ভবনের ভেতর এলোপাতাড়িভাবে গুলি বালায় ওই তরুণ অত:পর নিজে আত্মহত্যা করে। এই ঘটনাকে প্রথমে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দেন রুশ তদন্তকারীরা । কিন্তু পরে একে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন তারা। জাতীয় নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অধিকাংশ ভিকটিম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী। কারিগরি কলেজটিতে ৮৫০ জন কিশোর পড়াশুনা করেন।

নিহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং একটি বড় ধরনের জরুরি অভিযান শুরু হয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু জানান, চারটি সামরিক বিমান আহতদের উদ্ধার করতে প্রস্তুত আছে। প্রয়োজন হলে তাদের সামরিক হাসপাতাল ভর্তি করানো হবে।

ইসলামি সভ্যতার খোঁজে রাশিয়ার পথে পথে

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ