মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

'মোদির এক ভাই ড্রাইভার আরেক ভাই মুদি দোকানি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়শী প্রশংসা করলেন। বিপ্লবের জন্ম বাংলাদেশে। বিপ্লবের বক্তব্যের মূল সুর হল, মোদি প্রধানমন্ত্রী হলেও তার পরিবারের লোকজন প্রশাসনের কোন আনুকূল্য পাচ্ছেননা এবং নিচ্ছেননা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, মোদির মা থাকেন ১০ বাই ১২ ফুটের একটি রুমে। বিপ্লব বলেন, মোদির এক ভাই মুদি দোকানি আরেক ভাই অটো ড্রাইভার। তিনি বলেন, মোদির মত প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল।

সার্জিকাল স্ট্রাইকের বার্ষিকী পালন উপলক্ষে ত্রিপুরায় বিজেপি আয়োজিত এক অনুষ্ঠাণে বিপ্লব দেব একথা বলেন। বিপ্লব দেবের দল বিজেপি দেশব্যাপি এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠাণের আয়োজন করেছে।

মুখ্যমন্ত্রী হওয়ার কিছুদিন পর বিপ্লব বলেছিলেন, মহাভারতের যুগে ভারতীয়দের ইন্টারনেটে ব্যবহারের সুযোগ ছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বৃদ্ধা মা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেন না। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার ভাই বোন রয়েছে। এক ভাই অটো চালান, আরেক ভাইয়ের মুদি দোকান রয়েছে।

আগষ্টে বিপ্লব দেব বলেছিলেন, তার রাজ্যে গ্রামের লোকদের মাঝে তিনি হাঁস বিতরণ করবেন। এতে তার রাজ্যের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। হাঁস সাঁতার কাটলে পানিতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। তিনি বলেন, এতে মাছ আরও বেশি অক্সিজেন পাবে। এতে মাছের চাষ লাভজনক হবে এবং মাছের বৃদ্ধি তরান্বিত হবে।

সূত্র: এনডিটিভি

চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ