রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


‘১৬ কোটি মানুষ ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আলোচিত ইস্যু ‘১৬ কোটি মানুষ, ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?’ কেউ নিজস্ব ওয়াল, কমেন্টবক্স, ইনবক্সের সব জায়গায় ‘কে দিয়েছে?’ শব্দটি বেশ রসিকতার সাথে ব্যবহার করছে।

চাকরি আপনাকে খুঁজছে

তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীর অনেকে ‘১৬ কোটি মানুষ, ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?’  লাইনটি সম্পর্কে জানা না থাকার কারণে এ সক্রান্ত পোস্টগুলোও বুঝতে পারছেন না। চলুন জেনে নেই, ফেসবুকের নতুন এই ট্রেন্ড চালু হওয়ার পেছনের ইতিহাস সম্পর্কে।

গত ২২ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লা টাউন হল ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে বিমান ও ট্রেন যাত্রার পর সড়কপথে নির্বাচনী যাত্রায় চট্রগ্রাম-কক্সবাজার যাচ্ছে আওয়ামী লীগ৷ এর অংশ হিসেবেই এ পথসভা৷

প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নের হিসেব দিচ্ছিলেন ওবায়দুল কাদের৷ বেকার ভাতা, বিধবা ভাতা, চাকরি, বিদ্যুৎসহ নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছিলেন তিনি৷ প্রতিটি ক্ষেত্রেই তিনি সামনে উপস্থিত সমর্থকদের জিজ্ঞেস করছিলেন, ‘কে দিয়েছে?’ জবাবে সমর্থকরাও চিৎকার দিয়ে বলছিলেন, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা৷’

আরও পড়ুন- ‘আমার বাবা এমপি, ঠিক আছে?’ (ভিডিও ভাইরাল)

এরই এক পর্যায়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘১৬ কোটি মানুষের ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?’ এবারও উত্তরে সমর্থকরা বলেন, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা৷’

পুরো বক্তব্যের ১৪ সেকেন্ডের এই অংশটুকু মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে৷ অনেকেই নিজেদের ওয়ালে শেয়ার করছেন ভিডিওটি৷

প্রতিটি ওয়ালে পোস্ট করা ভিডিও দেখেছেন লাখ লাখ মানুষ। সেতুমন্ত্রীর বক্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে হাস্যরসেরও৷

অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, সরকার জনগণকে এত মোবাইল ফোন দিয়ে থাকলে, তার মোবাইল ফোনটা গেল কোথায়!  তবে তিনদিন পেরিয়ে গেলেও ওবায়দুল কাদের তার এ বক্তব্যের ব্যাখ্যায় নতুন কোনো বক্তব্য দেননি।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ