সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

২৫ বছরে সবচেয়ে শক্তিশালী টাইফুনের কবলে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জাপানে ১৯৯৩ সালের পর এমন শক্তিশালী টাইফুন দেখেনি জাপানের মানুষ৷ ঝড় আঘাত হানার আগেই ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷

বাতিল করা হয়েছে কয়েকশ' বিমানের ফ্লাইট৷ মঙ্গলবার পশ্চিম উপকূলে আঘাত হানে টাইফুন জেবি৷ একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানছে জাপানে৷

জুলাই মাসে মধ্য ও পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশটি৷ নিহত হয়েছিল দুই শতাধিক মানুষ৷ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল ঐ দুই অঞ্চলে৷ এর রেশ কাটতে না কাটতেই আঘাত হানলো টাইফুন জেবি৷

ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে৷ শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত৷ জেবিকে বলা হচ্ছে ‘সুপার টাইফুন'৷

তবে জেবি আঘাত হানার পূর্বাভাস থাকায় প্রধানমন্ত্রী সিনজো আবে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন যাতে ওই এলাকায় প্রাণহানি এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়৷

তাই সতর্ক ছিল কর্তৃপক্ষ৷ এ কারণে ঝড়ের আঘাতে অল্প কয়েকজন সামান্য আহত হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি৷

কয়েকটি এলাকায় সমুদ্রের ঢেউ এত উঁচুতে উঠে গেছে যে পানি ঢুকে পড়েছে লোকালয় ও বিমানবন্দরে৷ ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছে পানি৷

১৯৬১ সালের পর সমুদ্রের এমন ভয়াবহ রূপ দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা৷ বাতাসের বেগ এতটাই বেশি যে ঐ বিমানবন্দরের কাছে ২ হাজার ৫৯১ টনের একটি ট্যাংকার একটি সেতু থেকে নীচে পড়ে গেছে৷ সেতুটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে ট্যাংকটি খালি থাকায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি৷

টাইফুনটি প্রথমে ছোট্ট দ্বীপ শিকোকুতে আঘাত হানে৷ এরপর পশ্চিম থেকে উত্তরের দিকে ধেয়ে যায়৷ অগ্নি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঝড় আঘাত হানার আগেই তারা পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে৷ বাতাসের বেগ ঘণ্টায় ২০৮ কিলোমিটার থেকে ২১৬ কিলোমিটার৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাতাসের বেগ এত বেশি ছিল যে কয়েকটি বড় গাছ পড়ে গেছে৷ বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷

এখন পর্যন্ত অন্তত ৭০০ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে৷ পশ্চিম ও মধ্যাঞ্চলে বেশ কয়েকটি এলাকার স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷

এছাড়া টোকিও ও হিরোশিমার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন বন্ধ রাখা হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে ওসাকার ইউনিভার্সাল স্টুডিও৷

অর্থনৈতিক মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম জাপানের ১ লাখ ৭৭ হাজার দোকানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ টয়োটা মোটর কোম্পানি জানিয়েছে, তারা ১৪টি কারখানায় নাইট শিফট বাতিল করেছে৷

যে স্থানে টাইফুন আঘাত হেনেছে, রাজধানী টোকিও সেখান থেকে অনেক দূরে হলেও সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে৷ প্রচণ্ড বাতাস আর বৃষ্টিতে ভূমিধস ও বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!

এটি/আওয়ারইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ