বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন : নাহিদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ ‘গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না’ ‘আওয়ামী দোসররা মরণকামড়ে নেমেছে, কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই’ গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলার নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি খেলাফতের গোপালগঞ্জে দ্রুত পদক্ষেপ না নিলে ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে শহীদ আবু সাঈদেরা গণঅভ্যুত্থানের সূচনা ঘটায়: ড. আহমদ আবদুল কাদের গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলায় ছাত্র জমিয়তের তীব্র নিন্দা গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ও নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়ত

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চলছে হজের মাস। মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাস। কারণ এ মাসেই ইসলামের পাঁচ রোকনের একটি হজ আদায় করা হয়।

প্রতিবছরের মত এ বছরও হজ আদায় করতে প্রায় এক কোটি মুসলিম সৌদি আরবে গিয়েছেন। ২০ আগস্ট, ৯ জিলহজ সোমবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ বছর আরাফার ময়দানে হজের খুতবা দিবেন মসজিদে নববির সম্মানিত ইমাম ও খতিব, মদিনা শহরের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি শায়খ ড. হুসাইন আলুশ শায়খ।

সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপির বরাতে জানা যায়, হারামাইন শরিফাইনের খাদেম বাদশা সালমান বিন আবদুল আজিজ গতকাল শায়খ হুসাইনকে রাজকীয় ডিক্রির মাধ্যমে এ বছর আরাফার ময়দানের খতিব নিয়োগ করেন।

বনি তামিম গোত্রের শেখ মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাবের বংশধর শায়খ ড. হুসাইন ইবনে আব্দুল আজিজ ইবনে হাসান ইবনে আবদুল আজিজ ইবনে হুসাইন আল শেখ।

শায়খ ড. হুসাইন আলুশ শায়খ ছোট বেলা থেকেই লেখা-পড়া শুরু করেন। মাধ্যমিকে পড়াশোনার জন্য তিনি আশ শরইয়া কলেজে ভর্তি হোন। সেখান থেকে তিনি স্টার্কমার্ক পেয়ে উত্তীর্ণ হন।

এর পর ডিগ্রী অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথমস্থান অধিকার করেন। ইসলামিক আইন অনুষদের ওপর গুরুত্বপূর্ণ একটি থিসিস লিখে ব্যাপক সুনাম অর্জন করেন তিনি।

তিনি একধারে সামাজকর্ম ও আইনশাস্ত্র, ইসলামিক আইন অনুষদে সমানভাবে ডিগ্রী অর্জন করেন।

এছাড়াও তিনি আরবের অনেক বড় বড় শায়খ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। আশ শায়খ ফাহদুল হামিদ থেকে ইমান ও আকিদা সম্পর্কে শিক্ষাও গ্রহণ করেন।

হাদিস শাস্ত্র শিক্ষাগ্রহণ করেন শায়খ আবদুল্লাহ জিবারান থেকে। ফিকহ শায়খ আবদুল আজিজ দাওয়াদ থেকে শিক্ষা গ্রহণ করেন। এছাড়াও মাযহাব বিষয়ে শিক্ষা অর্জন করেন শায়খ আব্দুল আজিজ বিন বাজ থেকে।

তিনি ১৪০৬ হিজরিতে মদিনার বিচার বিভাগীয় সহকারী হিসেবে নিযুক্ত হন। তারপর নাজরানের হাই কোর্টে ১৪১১ হিজরিতে যোগদান করেন।

১৪১২ হিজরিতে যোগ দান করেন মদিনার সুপ্রীমকোর্টে। এখনো তিনি সেখানেই কর্মরত আছেন। ১৪১৮ হিজিরিতে তিনি মদিনার মসজিদে নববিতে ইমাম হিসেবে নিয়োগ পান।

এখনো তিনি এ দু’টো বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাকে বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ অত্যন্ত শ্রদ্ধা করেন।

সূত্র: উইকিপিডিয়া

তুরস্ক সংকটে এরদোগানের পাশে ইমরান খান

সংকটে কাতারকে এগিয়ে নিচ্ছে গরুর খামার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ