শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নিয়ে নিরাপদ সড়কের ব্যবস্থা করুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, সরকার ছাত্রদের যৌক্তিক দাবীকে অগ্রাহ্য করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

রাস্তায় যানবাহন বন্ধ রেখে ছাত্রদের দাবীকে অবজ্ঞা করা হয়েছে। অবিলম্বে গণপরিবহন চালানোর জোর দাবী জানাচ্ছি। ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নিয়ে নিরাপদ সড়কের ব্যবস্থা করুন। তিনি আজ মহানগর দক্ষিণের মাসিক সভায় একথা বলেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, মহানগর উপদেষ্টা আলহাজ্ব আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক এইচএম সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আবু আশিক, দফতর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাজির আহমাদ শিবলী।

সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুহিব্বুল্লাহ, সদস্য মুহাম্মদ আবুল হাসান ও মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। সভাপতি আরো বলেন, বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটে এসরকার বার বার প্রতিশ্রুতি দিয়ে আবার তা ভঙ্গ করেছে।

কোটা সংস্কার আন্দোলনকে দমিয়ে দিয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। আবার ছোট ছোট কোমলমতি ছেলে-মেয়েদের আন্দোলনকে ভিন্ন মুখি করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

আমরা ছাত্রদের ৯ দফা দাবীর বাস্তবায়ন চাই, নিরাপদ সড়ক চাই। বক্তারা বরিশাল, রাজশাহী, সিলেটসহ সিটি নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়ম ও কারচুপি এমনকি ভোট ডাকাতির অভিযোগ এনে বলেন, নির্বাচন কমিশন সাক্ষী গোপালের ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে।

কমিশন তাদের শপথ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই সাংবিধানিকভাবে উক্ত পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাঁরা সন্ত্রাস, ভোট ডাকাতি, রাষ্ট্রীয় দুর্নীতি, কেন্দ্র দখলের রাজনীতি পরিহার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে সকলের প্রতি ভোট বিপ্লব ঘটানোর আহ্বান জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ