শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

'আওয়ামী লীগ এবং বিএনপির আচরণ একই রকম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের প্রধান দু’দল আওয়ামী লীগ এবং বিএনপির আচরণ একই রকম। এরা ক্ষমতায় থাকাকালীন এক রকম, ক্ষমতায় বাইরে থাকলে আর এক রকম আচরণ করে। তিনি বলেন, বর্তমান সময়ে নির্বাচনের পরিবেশ নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকার দ্বারা নির্বাচন পরিচালনা করতে হবে।

আজ নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের উপজেলা সদরের নাগর বন্দরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সংসদ বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ডা. মোখলেছার রহমান, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার আবুল হাসানত খসরু, চৌধুরী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রভাষক সাইদুর রহমান সাগর, হেলাল উদ্দিন, শফিউল আলম শফিকুল, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব, স্বেচ্ছাসেবক নেতা নবির উদ্দিন প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না আজ বেলা ১১টায় সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করেন। এসময় তিনি বর্তমান রাজনৈতিক অবস্থান ও করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন।

আরও পড়ুন ঃ অক্টোবরে হতে পারে নির্বাচনকালীন সরকার : কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ