শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

জমি দখল করে মসজিদ বানালে তাতে নামাজ হয় না : আনিসুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জমি দখল করে মসজিদ বানালে তাতে নামাজ হয় না । মঙ্গলবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইইউসিএন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

ধর্মকে অপব্যবহার করে জায়গা দখল করে মসজিদ বানানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নদীর পাড়ের যেই জায়গার কথা আপনারা বলছেন এই বিষয়টি আমাদের নজরে আছে। অভিযানের সময় আমি নিজে দেখেছি লোকজন ধর্মকে ব্যবহার করছে। কারণ, জায়গা দখল করে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছে। এর পাশে এমনভাবে মসজিদ বানিয়েছে যে আমার কিছু ভাঙতে হলে মসজিদ ভাঙতে হবে।

তিনি আরো বলেন, আমার ধর্ম সম্পর্কে জ্ঞান কম। কিন্তু এটা জানি যে জায়গা দখল করে মসজিদ বানিয়ে তাতে নামাজ পড়লে নামাজ হয় না। কিন্তু আপনি একথা কাকে বুঝবেন? এগুলো অন্যায়। এই কথাগুলো কিন্তু শক্ত হাতে আপনাকে বলতে হবে।’

পরিবেশ রক্ষায় অধিক হারে জনসচেতনতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, বর্তমান সরকার পরিবেশ ও উন্নয়ন ভাবনা একসাথে করছে।

তিনি বলেন, আমাদের উন্নয়ন কার্যক্রম যেমন চলমান রয়েছে তেমনি পরিবেশ সম্মতভাবে উন্নয়ন করাও আমাদের লক্ষ্য।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজোয়ানা হাসান, আইইউসিএন-এর চেয়ারপার্সন হাসনা জসীম উদ্দীন মওদুদ, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রাকিবুল আমিন, অন্বেষার প্রধান নির্বাহী রাশেদ আল মাহমুদ তীতুমীর প্রমূখ।

আরও পড়ুন : মসজিদে কেউ এতেকাফ না করলে এলাকার সবার গুনাহ হয়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ