আওয়ার ইসলাম: রাজধানীর মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাব মার্কেটের নিচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ঠিক করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটায় তিনজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন রমজান আলী (২১), সাব্বির হোসেন (১৯), আমিনুল ইসলাম (২১)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সহকর্মী হৃদয় হোসেন জানান, তাঁরা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের মার্কেটের নিচে জান্নাত রেফ্রিজারেটরের দোকানে কাজ করেন।
আজ সকালে একটি এসি ঠিক করার সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় তিনজন দগ্ধ হন বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছেন।
তাদের শরীরের বিভিন্ন জায়গায় আহতের চিহ্ন রয়েছে। তিনজনের মধ্যে রমজানের আঘাত বেশি বলে দেখা যাচ্ছে।’
আরো পড়ুন- রোজার মাসে বলছি, জড়িতদের কাউকে ছাড়ব না