রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

পবিত্র কুরআনে বর্ণিত মুমিনের ১০ গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুমিন শব্দটি আরবি। অর্থ বিশ্বাসী। মুমিনের সংজ্ঞায় বলা হয়েছে, যার সমস্ত কর্মকাণ্ড একনিষ্ঠতার সঙ্গে একমাত্র আল্লাহ তায়ালা ও তার রাসূলের আনুগত্যের পথে পরিচালিত হয়।

মুমিন ও মুমিনের গুণাবলি সম্পর্কে পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় বর্ণনা রয়েছে। সেখান থেকে মুমিনের ১৫ টি গুণ উল্লেখ করা হলো-

১. আল্লাহতায়ালার সঙ্গে কখনো শিরক করে না। ‘তারা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যকে ডাকে না।’ -সূরা ফুরকান: ৬৮

২. ‘জিনা-ব্যভিচার করে না’ (সূরা ফুরকান: ৬৮), ‘সেই সঙ্গে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।’ -সূরা মুমিনুন: ৫

৩. একনিষ্ঠতা সহকারে নামাজ আদায় করে। কোরআনে কারিমে বলা হয়েছে, ‘যারা নিজেদের নামাজে বিনয়াবনত হয় এবং নিজেদের নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে।’ -সূরা মুমিনুন: ২-৯

৪. পিতা-মাতার প্রতি উফ শব্দও করে না। কোরআনে কারিমে বলা হয়েছে, ‘তাদেরকে (পিতা-মাতাকে)‘উহ’ পর্যন্ত বলো না।’ -সূরা ইসরা: ২৩

৫. মুমিন সর্বদা অযথা এবং বাজে কাজ থেকে দূরে থাকবে। আল্লাহতায়ালা বলছেন, ‘বাজে কাজ থেকে দূরে থাকে।’ -সূরা মুমিনুন: ৩

৬. কোনো মুমিন মূর্খদের সঙ্গে কখনো তর্ক করে না। কোরআনে ইরশাদ হচ্ছে, ‘মূর্খরা তাদের সঙ্গে কথা বলতে থাকলে সালাম বলে দেয়।’ -সূরা ফুরকান: ৬৩

৭. প্রকৃত মুমিনরা নিন্দুকের নিন্দাকে পরওয়া করে না। ‘যারা আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করে যাবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না।’ -সূরা মায়েদা: ৫৪

৮. কোনো মুমিন কখনো মিথ্যা কথা বলবে না। কোরআনে বলা হয়েছে, ‘নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে, অঙ্গিকার করে তা পূর্ণ করে।’ –সূরা বাকারা: ১৭৭

৯. এতিমের হক নষ্ট করবে না। ‘এতিমদের তাদের ধন-সম্পদ ফিরিয়ে দাও।’ -সূরা নিসা: ২

১০. মুমিনের আরেক গুণ হলো, সে মানুষের ভুলভ্রান্তিকে ক্ষমা করবে। কোরআনে বলা হয়েছে, ‘অন্যের দোষ-ক্রটি মাফ করে দেয়।’ -সূরা আলে ইমরান: ১৩৪

আরও পড়ুন : ঈমানকে সুন্দর রাখতে মুমিনের যা করা উচিৎ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ