বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

শপথ নিলেন নতুন ১৮ বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতি শপথ গ্রহণ করেছেন।

বিকেল ৩টার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জাজেস লাউঞ্জে একে একে সব বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার ১৮ বিচারপতিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য এই নিয়োগ দেয় সরকার। বুধবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪।

মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন—১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য সাবেক জেলা জজ মো. আবু আহমেদ জমাদার, ২. আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (জেলা জজ, পিআরএল ভোগরত) মো. মোস্তাফিজুর রহমান, ৩. নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ৪. ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা,

৫. ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ৬. ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, ৭. সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আবদুল মবিন, ৮. ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ৯. ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, ১০. সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, ১১. সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন শামীম,

১২. সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, ১৩. সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খায়রুল আলম, ১৪. ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, ১৫. সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ১৬. ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ১৭, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও ১৮. সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ