বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭০ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদকবিরোধী অভিযানে রাজধানীর উত্তরা ও লালবাগ থেকে ৭০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার পরিচালিত আলাদা দুটি অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৭ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮০০ গ্রাম হিরোইন এবং ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ডিএমপির উপ-কমিশনার(ডিসি) মাসুদুর রহমান জানান, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ(ডিবি), স্পেশাল আর্মড ফোর্স এবং ডগ স্কোয়াডের সমন্বয়ে অভিযান ২টি পরিচালিত হয়।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত তুরাগ থানার বাউনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ ইয়াবা এবং প্রায় ৫ কেজি গাঁজা পাওয়া যায়।

লালবাগ বিভাগের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান বলেন, এদিন দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালবাগ বিভাগের ইসলামবাগে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এসময় মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেন তারা। তাদের কাছ থেকে ৩৭০টি ইয়াবা, ৮০০ গ্রাম হেরোইন, দুই কেজি গাঁজা ও ৫০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন : ‘মাদকসেবী ও ব্যবসায়ীদের যেভাবে শাস্তি দিতে বলেছে ইসলাম’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ