বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

কোটিপতি মাদক ব্যবসায়ীর সম্পদের খোঁজে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  প্রায় সাড়ে তিনশ’ কোটিপতি মাদক ব্যবসায়ীর তালিকা নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইতিমধ্যে তালিকার দেড় শতাধিক মাদক ব্যবসায়ীর সম্পদের অনুসন্ধান কাজ শুরু হয়েছে। কঠোর নজরদারিও চলছে।

অনুসন্ধান কর্মকর্তাদের কাজ তদারকির জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে গঠিত পৃথক দুইটি টিম কাজ করছে।

ইতিমধ্যে অনুসন্ধান কর্মকর্তারা তালিকায় থাকা মাদক ব্যবসায়ীদের নামে বেনামে গড়া বিপুল সম্পদের খোঁজ পেয়েছেন।

প্রাপ্ত সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রনব ভট্টাচার্য্য বলেন, দুদকের নির্ধারিত কার্যক্রমের আওতায় মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোন সুযোগ নেই।

তবে যারা মাদক ব্যবসা করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন তাদের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা নেয়ার ক্ষমতা রয়েছে।

যাদের কারণে সমাজের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে তাদের ব্যাপারে দুদক কঠোর অবস্থানে রয়েছে। দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদের পাহাড়গড়া ১৪১ মাদক ব্যবসায়ীর তালিকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দুদককে দিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তৈরি করা রাজধানীর শীর্ষ ৮২ মাদক ব্যবসায়ীর তালিকা দুদক সংগ্রহ করেছে। একাধিক গোয়েন্দা সংস্থা থেকে আরো ১১০জন মাদক ব্যবসায়ীর তালিকা পেয়েছে দুদক।

এর বাইরে দুদকের কাছে সরাসরি কয়েকজন কোটিপতি মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এসেছে।

প্রাপ্ত এসব তথ্য বিশ্লেষণ করেছে দুদক। দুদকের নিজস্ব গোয়েন্দা শাখাও তথ্য সংগ্রহ করেছে। প্রাথমিক যাচাই বাছাই শেষে সারাদেশের কোটিপতি প্রায় সাড়ে তিনশ’ মাদক ব্যবসায়ীর একটি খসড়া তালিকা করেছে দুদক।

শিগগিরই এসব কোটিপতি মাদক ব্যবসায়ীদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ করবে দুদক।

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ