বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

পদ্মা সেতু রেল সংযোগে ব্যয় বাড়ল ৪ হাজার কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (প্রথম সংশোধিত) অনুমোদন করেছে।

এতে ব্যয় হবে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা। এর আগে প্রকল্পের মূল ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা।

এছাড়া একনেক সভায় মোট ৩৮ হাজার ৩৯৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিসহ (পিইডিপি-৪) ১৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষ পরিকল্পনামন্ত্রী এএইচএম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯৬ হাজার ২৩৫ কোটি টাকা।’

মোট ব্যয়ের মধ্যে ৫২ হাজার ৬৮৫ কোটি ৫ লাখ টাকা সরকারিভাবে অর্থায়ন হবে।

প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪৩ হাজার ২২১ কোটি ১৭ লাখ টাকা এবং বাকি ৩২৮ কোটি ৫৫ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।

অনুমোদন পাওয়া ১৬টি প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি ২০২৪ সালের জুন মাস নাগাদ বাস্তবায়ন করা হবে। এর মূল ব্যয় ছিল ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা, যা বেড়ে এখন হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফফারা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ