বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

রমজানে বাড়তি যানজট এড়াতে ডিএমপির ১৪ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসে রাস্তায় একটু বেশিই জ্যাম থাকে। আর এতে ভোগান্তি উঠে চরমে। এসব সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১৪ টি নির্দেশনা দিয়েছে।

পুলিশ এখন তাদের প্রচেষ্টার পাশাপাশি সচেতনতার ওপর জোর দিয়েছে। চেয়েছে নগরবাসীর সহযোগিতা।

যানজট নিরসনে ডিএমপির পরামর্শগুলো হলো- ইফতারের আগে বাড়ি ফিরতে হবে- এমন মনোভাব নিয়ে উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকা, ট্রাফিক সিগন্যাল অমান্য করে গাড়ি চালানোর চেষ্টা করে যানজট সৃষ্টি না করা, কোনো অবস্থাতেই যানজটের কারণ না হওয়ার প্রত্যয়ে গাড়ি চালানো।

অযথা গাড়ির হর্ণ না বাজানো, তাড়াহুড়ো করে না চালিয়ে নিয়ম মেনে নির্ধারিত গতিতে গাড়ি চালানো, চলাচলের স্বাভাবিক গতি রোধ না করে উল্টোমতো গাড়ি রেখে রাস্তা সংকীর্ণ না করা, মার্কেট ও শপিংমলের সামনে গাড়ি পার্কিং করা থেকে বিরত থাকা, লক্কড়-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো।

নির্ধারিত স্থান ছাড়া রাস্তার যেখানে সেখানে যাত্রী উঠানামা না করানো। সরকারি সিদ্ধান্ত ও মোটরযান আইন মেনে গাড়ি চালানো, বেশি যাত্রীর আশায় রাস্তায় অযথা গাড়ি দাঁড় করিয়ে চালকদের যানজট সৃষ্টি না করা, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার, ভিআইপি ও অতি ব্যস্ত সড়কে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ির মতো ধীরগতির বাহন না চালানো এবং রাস্তা ও ফুটপাথে দোকানপাট না বসানো।

ডিএমপি’র মিডিয়া বিভাগের উপ- কমিশনার মো. ওবায়দুর রহমান বলেন, রমজানে ইফতারের আগে ঘরে ফেরার তাগিদ থাকে। দৈনন্দিন কাজেও আগে যাওয়ার তাড়না প্রকট থাকে। তাই সুবিধামতো দ্রুত গন্তব্যে পৌঁছুতে গিয়ে আরো বেশি যানজটের সৃষ্টি হয়।

যানজট সরাতে লাঠি হাতে রাস্তায় নামলেন এমপি খোকা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ