বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

নিখোঁজের তিনদিন পর মাদরাসা কেরানির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনতাসির বিল্লাহ: নিখোঁজ হওয়ার তিনদিন পর অাজ সকাল সাতটার দিকে সেই মাদারাসা কেরানি মোঃ অাসাদের (৫০) লাশ পাওয়া গেছে পাশের গ্রামের শ্মশানঘাটে।

বিভিন্ন সূত্রে জানা যায়, সকালে তার পরিবার নদীর পাড় দিয়ে খোঁজ করতে যেয়ে নারিকেলবাড়ীয়া হিন্দু পাড়ার শ্মশানঘাটের পাশে মুখ সেলায় করা অবস্থায় কচুরিপানার মধ্যে একটি বস্তা দেখে সন্দেহ করে তার পরিবার ও স্থানীয় লোকজন পুলিশকে জানায়।

খবর পেয়ে বাঘারপাড়া থানার পুলিশ এসে সেখান থেকে বস্তা উঠিয়ে মুখ খুলে লাশ বের করে।

লাশ দেখার পর পুলিশ ধারণা করছে, বিভিন্নভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।

তার গলা ছিল কাটা, চোখ উঠানো, মাথায় কোপের দাগ, শরীরে অারো বিভিন্ন ক্ষতও পাওয়া গেছে।

বাঘারপাড়া থানার পুলিশ জানান, পোস্টমর্টেমের জন্য লাশ যশোর নিয়ে যাওয়া হবে।

বস্তার ভেতর থেকে মাদরাসা অফিসের সব চাবি ও অফিসের প্রয়োজনীয় কাগজপত্রও পাওয়া গেছে।

যশোর জেলার বাঘারপাড়া থানার অন্তর্গত পশ্চিম বলরামপুর অালিম মাদরাসার কেরানি ছিলেন মুহাম্মাদ অাসাদ। গত তিন দিন আগে নিখোঁজ হন তিনি।

মাদরাসার প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা আওয়ার ইসলামকে জানান, গত মঙ্গলবার হাটের দিনে সন্ধ্যায় বাড়ি থেকে নারকেল বাড়ীয়া বাজারের উদ্দেশ্য বের হন আসাদ। তারপরে অার বাড়ি ফেরেনি।

দুই দিন ধরে মাদরাসার কেরানি নিখোঁজ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ