সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

আবারো রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৬ বিদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাসপোর্ট, ভিসা ও অনুমোদন ছাড়া কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার অভিযোগে আবারও ১৬ বিদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব। আটককৃতদের মাঝে দুজন জার্মানির, ৬ জন যুক্তরাজ্যের ও ৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উখিয়া ও টেকনাফে দুটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদেরকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতকরা হলেন জার্মানির মার্শাল ও এন্ড্রুস লাঙ্গ; যুক্তরাষ্ট্রের এনটওনিটি মেরি, আন্ড্রে লুনিসিয়া, স্যামুয়েল কে হাসলাম, মেডিলাইন বেলি হাসলাম, টাটুম এডলি নেলসন, ট্রাসি মিচেল হাসলাম, মালাইসা ডান নেলসন, জন স্টিভেন ইভলিন; যুক্তরাজ্যের নিজার নাগিব দাহান, মার্কাস জেমস ভ্যালান্সি, মাজাফার, খালিদ হোসাইন, ইফতেখার মাসুদ ও লিন্ডসে গ্রিম সু।

র‌্যাব জানায়, অবৈধভাবে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার অভিযোগে বিগত সময়ে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে সতর্ক করা হয়েছিল। এরপরও কিছু বিদেশি আবারও পাসপোর্ট ও কোনো বৈধ কাগজপত্র ছাড়া উখিয়া এবং টেকনাফ থানায় কর্মরত রয়েছে এমন তথ্য আসে র‌্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই ১৬ বিদেশিকে আটক করা হয়। তাদের বাংলাদেশে অবস্থানের বৈধতা যাচাইয়ের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, এদের মধ্যে ১২ জনের পাসপোর্ট ও ভিসা নেই এবং বাকি চারজনের বিজনেস ও টুরিস্ট ভিসা থাকলেও আরআরআরসির অনুমতি ব্যতীত তারা টেকনাফ ও উখিয়ায় অবস্থান করে কাজ করছে যা আইনত অবৈধ।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় পাঠানো হয়েছে।

আরো পড়ুন- আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেতাদের বিচার চাইলেন রোহিঙ্গা আইনজীবী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ