মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

আগামীকাল শুরু হচ্ছে বেফাকের ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ: আগামীকাল ১৫ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪১তমকেন্দ্রীয় পরীক্ষা। ৮ দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে আগামী ২২ এপ্রিল।
প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হিফজ ও কেরাতসহ মোট ৬টি স্তরের পরীক্ষার্থীরা একযোগে এ কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর বেফাকভূক্ত তাকমিল শিক্ষার্থীরা হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া-এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিবেন।

সারাদেশের ১০০৯ কেন্দ্রে মোট ১১৯৫৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে ৪৬৪ কেন্দ্রে ৭১৫১৫ পুরুষ শিক্ষার্থী এবং ৫৪৪টি কেন্দ্রে ৪৮০২৬ জন নারী পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ।তিনি বলেন, আল হামদুলিল্লাহ! সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারা দেশে যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার দেশের ২৯টি জোনে প্রয়োজনীয় নথিপত্র পৌঁছে গেছে। আজ সকাল থেকে তা নেগরানে আ’লা কেন্দ্র প্রধানগণ সংগ্রহ করতে পারবেন।

মাওলানা আবু ইউসুফ পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে সু-শৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

সাথে সাথে পরীক্ষার কার্যক্রম সফলভাবে সমাপ্ত করতে বেফাকের সকল স্তরের দায়িত্বশীল, কেন্দ্রপ্রধান, পরিদর্শকগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন। সর্বোপরি, পরীক্ষার্থীদের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

পরীক্ষার রুটিন

আরো পড়ুন- দাওরা হাদিসের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ