বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইবতেদায়ির ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম

আগামীকাল শুরু হচ্ছে বেফাকের ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ: আগামীকাল ১৫ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪১তমকেন্দ্রীয় পরীক্ষা। ৮ দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে আগামী ২২ এপ্রিল।
প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হিফজ ও কেরাতসহ মোট ৬টি স্তরের পরীক্ষার্থীরা একযোগে এ কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর বেফাকভূক্ত তাকমিল শিক্ষার্থীরা হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া-এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিবেন।

সারাদেশের ১০০৯ কেন্দ্রে মোট ১১৯৫৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে ৪৬৪ কেন্দ্রে ৭১৫১৫ পুরুষ শিক্ষার্থী এবং ৫৪৪টি কেন্দ্রে ৪৮০২৬ জন নারী পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ।তিনি বলেন, আল হামদুলিল্লাহ! সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারা দেশে যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার দেশের ২৯টি জোনে প্রয়োজনীয় নথিপত্র পৌঁছে গেছে। আজ সকাল থেকে তা নেগরানে আ’লা কেন্দ্র প্রধানগণ সংগ্রহ করতে পারবেন।

মাওলানা আবু ইউসুফ পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে সু-শৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

সাথে সাথে পরীক্ষার কার্যক্রম সফলভাবে সমাপ্ত করতে বেফাকের সকল স্তরের দায়িত্বশীল, কেন্দ্রপ্রধান, পরিদর্শকগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন। সর্বোপরি, পরীক্ষার্থীদের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

পরীক্ষার রুটিন

আরো পড়ুন- দাওরা হাদিসের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ