বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭


দেশবাসীর অপেক্ষা : প্রধানমন্ত্রী সংসদে কী বলবেন কোটা পদ্ধতি নিয়ে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, প্রধানমন্ত্রী আজ বিকাল ৫টার জাতীয় সংসদ অধিবেশনে কী বলতে যাচ্ছেন কোটা পদ্ধতি সংস্কার নিয়ে?  ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর মতামত জানিয়ে ছাত্রলীগ সভাপতি জানিয়েছেন, কোটাপ্রথা বাতিল করবেন বলে প্রধানমন্ত্রী বলেছেন।

ছাত্রলীগের এ বক্তব্যকে অযৌক্তিক দাবি করছেন স্যোশাল মিডিয়ার এক্টিভিস্টরা। তারা বলছেন, আন্দোলকারীরা কোটাপ্রথা অস্বীকার করেনি। তারা আন্দোলন করছেন এর সংস্কারের দাবিতে। বাতিলের প্রশ্ন আসাটা এক্ষেত্রে অযৌক্তিক।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় দেশবাসীর চোখ এখন সংসদে। আজ বিকালের অধিবেশনে কি প্রধানমন্ত্রী সিদ্ধান্তমূলক কোনো বক্তব্য দেবেন?

সরকার দলীয় নের্তৃবৃন্দের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য-ফেরত বক্তব্য  এসেছে এর মধ্যেই। আবুল মাল আব্দুল মুহিত ও মতিয়া চৌধুরীর বক্তব্য নিয়ে ক্ষোভও প্রকাশ পেয়েছে সর্ব মহলে। তাদের এ বক্তব্যের বিপরীতেও সরকারের উচ্চপর্যায়ের নেতাদের বক্তব্য এসেছে।

এদিকে ঢাবির ভিসি ড. মো. আকতারুজ্জামন তার ওপর হওয়া হামলার বিষয়টিকে একটি অপ্রীতিকর ঘটনা উল্লেখ করে শিক্ষার্থীদের দাবি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার কথা বলছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

এসএস

আরো পড়ুন : কোটা সংস্কারের খুবই প্রয়োজন; ঢাবি ভিসি (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ