বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু মেগাস্টার রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, যা বলছে পুলিশ ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘সমাধান না করে আন্দোলনকারীদের উপর হামলা মানা যায় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দোলরত শিক্ষার্থীরা যেহেতু কোটা পদ্ধতি বাতিলের জন্য নয় বরং সংস্কারের জন্য আন্দোলন করছে, তাই তাদের উপর শক্তি প্রয়োগটা সম্পূর্ণরূপে অযৌক্তিক।

ছাত্র আন্দোলনকে অবজ্ঞা করাটা অদূরদর্শিতাও বটে। এক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধান অপরিহার্য, সমাধানের চেষ্টা না করে উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী হামলা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না।

আজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আবদুল মু’মিন ও মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।

নেতৃদ্বয় আরো বলেন, কোটা পদ্ধতিকে সংকুচিত করে মেধাবীদের একটু বেশি সুযোগ দেওয়া হলে এক দিকে যেমন মেধার মূল্যায়ন হবে অপর দিকে দক্ষ প্রশাসন নিশ্চিত হবে।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী অপর এক যুক্ত বিবৃতিতে বলেছেন বিদ্যমান কোটা ব্যবস্থা বর্তমান পরিস্থিতির সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়।

মেধার বিষয়টি গৌণ হয়ে কোটার বিষয়টি যদি মুখ্য হয় তাহলে এটা মেধা বিকাশের অন্তরায় এবং মেধাবী শিক্ষার্থীদের উপর অবিচার।

বর্তমান সামাজিক প্রেক্ষাপটের আলোকে কোটার পরিমাণ কমানো হলে তাতে কারো অসন্তুষ্ট হওয়ার কিছু নেই।

নেতৃদ্বয় সরকারকে ছাত্র জনতার দাবীর প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানো যায় না।

তারা আরো বলেন, ভিসির বাসভবনে আসবাপত্র ভাংচুর ও লুটতরাজের ঘটনা আদর্শ ছাত্রদের থেকে জাতি কখনো আশা করে না।

কোটা সংস্কারের আন্দোলনকারীরা কি হেরে যাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ