বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু মেগাস্টার রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, যা বলছে পুলিশ ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোয় ইমরানের বিরুদ্ধে মামলা হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে কোটা সংস্কারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর এই গুজব ছড়ানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে ব্যাপক হামলা হয়।

হামলাকারীরা বাসভবনের দুটি গাড়ি ছাড়াও ভবনের ভেতর থেকে আসবাবপত্র বের করে এনে আগুন ধরিয়ে দেয়। লুটপাট করে স্বর্ণালঙ্কার ও প্রত্নতাত্ত্বিক নানা মূল্যবান জিনিস।

এই ঘটনায় হামলাকারীদের শনাক্তের পাশাপাশি ফেসবুকে কারা ছাত্রের মৃত্যুর গুজব ছড়িয়েছিল তাদেরকেও শনাক্তের চেষ্টা চলছে বলে মঙ্গলবার সচিবালয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্রদের যে দাবি, এই দাবিকে তারা যৌক্তিক মনে করছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অবগত। তার মুখে ‘নো’ বলে কোনও শব্দ নেই। কিন্তু মিথ্যা, ভুয়া তথ্য দিয়ে ছাত্রদের উত্তেজিত করা হয়েছে।’

এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ফেসবুকে একজনের মৃত্যু সংবাদ যে ছড়িয়েছে তাকে শনাক্তের চেষ্টা হচ্ছে। অবশ্যই তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হবে। এই ঘটনা ছাত্রদের উত্তেজিত করেছে।’

যারা ফেসবুকে এই তথ্য দিয়েছিলেন তাদের মধ্যে একজন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। পরে অবশ্য তিনি সেই পোস্ট ভুল জানিয়ে তা মুছে দেন।

গুজব ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা হলে ইমরানের কী হবে- স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান একজন সংবাদিক।

জবাবে মন্ত্রী বলেন, ‘ইমরান এইচ সরকার ছাড়াও অনেকে আছে। ওই রাতে মৃত্যুর খবর নিয়ে যে গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হবে।’

 

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ