বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু মেগাস্টার রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, যা বলছে পুলিশ ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইমরানকে জুতাপেটার নির্দেশ ছাত্রলীগ নেতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে ছাত্রলীগের সমাবেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনকারীদের মুখপাত্র ইমরানকে ‘পাকিস্তানের প্রেতাত্মা’ আখ্যা দেন সরকার ছাত্রলীগ নেতা সৈয়দ মিজানুর রহমান।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে জুতাপেটা করতে সংগঠনের কর্মীদের নির্দেশও দেন ওই ছাত্রলীগ নেতা। তিনি সমাবেশে উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের যেখানেই ইমরান এইচ সরকারকে পাওয়া যাবে, সেখানেই জুতাপেটা করে তার গায়ের চামড়া তুলে নিবেন।’

রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ইমরানের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ের সংসারে ভাঙন ধরার খবর প্রকাশের পরদিনই এই নির্দেশ দিলেন ছাত্রলীগ নেতা মিজান।

রোববার আন্দোলনকারীদের উপর পুলিশ আক্রমণ চালালে রাবার বুলেটে আহত ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যুর গুজব রটেছিল, তখন ইমরান তা ফেইসবুকে শেয়ার করেন।

ফেইসবুকে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর জন্য ইমরানকে গ্রেফতার করতেও সরকারের প্রতি দাবি জানান মিজান।

 

পুলিশের হামলার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগও চড়াও হয়েছিল রোববার রাতে। ওই রাতেই উপাচার্যের বাড়িতে হামলা ও ভাংচুর হয়।

আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নিলে তাদের পিটিয়ে ও কাঁদুনে গ্যাস ছুড়ে তুলে দেওয়া হয়েছিল। তাতে অর্ধশত আন্দোলনকারী আহত হন।

আন্দোলনকারীদের ‘ষড়যন্ত্রকারী’ আখ্যায়িত করে ছাত্রলীগ সভাপতি সোহাগ দাবি করেন, তারা পুলিশকে আক্রমণ করার পরই পুলিশ তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ