বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাদশাহর আমন্ত্রণে সৌদিসহ চার দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চলতি মাসে প্রধানমন্ত্রীর ব্রিটেন ও অস্ট্রেলিয়া সফর ছিল পূর্বনির্ধারিত। এ ছাড়া সৌদি আরব ও নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ১৫ এপ্রিল সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী।সংশ্লিষ্ট একটি নির্ভরযােগ্য সূত্রে এ তথ্য জানা গেছে,  বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে তিনি সৌদি যাচ্ছেন।

চলতি মাসের ১৬ এপ্রিল দাম্মামে বাংলাদেশসহ ২৩ দেশের যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড ওয়ানের সমাপনীতে অংশ নেবেন তিনি। | সৌদি আরব থেকে সরাসরি লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী।

আগামী ১৯ থেকে ২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় হওয়ার কথাবার্তা চলছে।

লন্ডনে হাসিনা-মােদি বৈঠক চূড়ান্ত করার বিষয়ে আলােচনায় দিল্লির পররাষ্ট্র সচিব বর্তমানে বাংলাদেশে রয়েছেন। ২২ এপ্রিল প্রধানমন্ত্রী ব্রিটেন থেকে দেশে ফিরবেন। তিনদিন ঢাকায় কাটিয়ে অস্ট্রেলিয়া যাবেন তিনি।

সেখানে প্রধানমন্ত্রী 'গ্লোবাল সামিট অব উইমেন'-এ অংশ নেবেন। আগামী ২৬  থেকে ২৮ এপ্রিল সিডনিতে এই সামিট হবে। তবে সামিটের চেয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত দ্বিপক্ষীয় বৈঠককেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ সফরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নসহ নানান দিক নিয়ে সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন : মাত্র ৪৪ শতাংশ মেধাবীদের : ৫৬ শতাংশই অন্যদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ