বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদশাহ সালমানের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জনিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

চলমান যৌথ সামরিক মহড়া গাল্ফ শিল্ড-ওয়ানের সমাপনীতে তাকে এ আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশসহ ২৩টি দেশ এক মাসব্যাপী এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

জানা যায়, সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সৌদি বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

সৌদি আরব ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সন্তোষ প্রকাশ করেন বলে জানান ইহসানুল করিম।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মুখ্য সচিব নজিবুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে গত ১৮ মার্চ শুরু হওয়া গাল্ফ শিল্ড-ওয়ান শেষ হবে আগামী ১৬ এপ্রিল দাম্মামে।

অংশগ্রহণকারী দেশের সংখ্যা এবং ব্যবহৃত সমরাস্ত্রের বিবেচনায় এ মহড়াকে উপসাগরীয় অঞ্চলে হওয়া অন্যতম বৃহৎ সামরিক মহড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ