বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭


আশুলিয়ায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেওয়া ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কুটুরিয়া, আমতলা,কাঠগড়া ও দুর্গাপুর এলাকায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আহমেদের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৮০ সদস্যের শ্রমিদের একটি দল অংশ গ্রহন করেন। এসময় ১০টি গ্রামে পাঁচ হাজার পরিবারের মাঝে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে আশুলিয়ার কুটুরিয়া,আমতলা,কাঠগড়া ও দুর্গাপুর এলাকায় ৬০ থেকে ৮০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। সকালে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রা পাঁচ হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় অবৈধ গ্যাস সংযোগকারীরা দল বেঁধে নীরবে দাঁড়িয়ে ছিল।

তিতাস ওই এলাকায় গ্যাস বন্ধ করে আটটি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় কয়েক হাজার পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়। পাইপগুলো ছিলো অত্যন্ত নিম্নমানের যেকোন সময় পাইপগুলো ফেটে আগুন ধরে বড়ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিলো।

এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আহমেদ বলেন, সাভার ও আশুলিয়ায় সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে অবৈধ গ্যাস সংযোগ কারীদের সাথে তিতাস গ্যাস অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।

এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে ওই চারটি এলাকার প্রায় ১৭ জন বাড়িওয়ালার বিরুদ্ধে ঘটনাস্থল থেকেই আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ