বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭


ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের পেছন থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ওই শিক্ষার্থীর নাম তানভীর রহমান (৩০) বলে জানা গেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন।

জাগো নিউজকে তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে ক্যাম্পাস থেকে। বিস্তারিত পরে বলতে পারবো।

ঢাবি সহকারী প্রক্টর সোহেল রানা জাগো নিউজকে জানান, একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডাক্তার মৃত ঘোষণা করেছে তাকে।

ধারণা করা হচ্ছে, ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ বিল্ডিংয়ের ৯ম তলা থেকে লাফ দিয়েছে সে। সে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী।

এদিকে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ