আওয়ার ইসলাম: নাশকতা মামলায় এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর ফলে তার মুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রাজধানীর রমনা থানায় দায়ের করা হয়েছিল মামলাটি।
তার জামিন আবেদনের শুনানির পর রোববার হাই কোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।
অ্যাড. সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের বলেন, “রমনা থানার মামলায় শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছেন হাই কোর্ট। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এ কারণে তার মুক্তিতে আর কোনো বাধা থাকল না।”
রাজধানীর রমনা থানায় শামসুজ্জামান দুদুসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয় গত ৮ ফেব্রুয়ারি। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে দুদুকে গ্রেপ্তার করা হয় ১২ ফেব্রুয়ারি। তখন থেকেই তিনি জেলহাজতে আছেন।
খালেদা জিয়ার সিগন্যালের অপেক্ষায় সরকারবিরোধী দলগুলো