বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

রমজানের আগেই শেষ করতে হবে ঢাকা নগরীর খোঁড়াখুঁড়ি : অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল শনিবার রাজধানী ভাটারার আস সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল  ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নির্বাহী কমিটি মাসিক বৈঠক। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, রমজানের আগেই শেষ করতে হবে ঢাকা নগরীর খোঁড়াখুঁড়ি।

তিনি বলেন, উন্নয়নের নামে নিন্মমানের কাজ করে একই রাস্তা বারবার কাটাকাটি করা ঢাকা নগরের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়ম দেখার কেউ নেই। জনগণ ধরেই নিয়েছে এসব তাদের নিয়তি।

তিনি মহানগর উত্তরের সভাপতি আরও বলেন, কুড়িল থেকে রামপুরার সড়কটি স্বল্প সময়ের ব্যবধানে কয়েকবার কাটা ও খোঁড়া হয়েছে। লাখো মানুষের চলাচলের একটি সড়ক যদি এভাবে বার বার কাটা হয় তাহলে সেটি উন্নয়ন নয় বরং নাগরিকদের গলার কাঁটা হয়ে দাড়ায়।

ইসলামী আন্দোলনের এ নেতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে রামজানে কাজ বন্ধ রেখে নাগরিকদের স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করতে হবে। যানজট আর ভোগান্তিতে পড়ে যেন রোজাদার নগরবাসীকে পথে-ঘাটে ইফতার করতে না হয় সে ব্যবস্থা করতে হবে।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ্ব হারুন আর রশিদ, হাফেজ মালানা সিদ্দিকুর রহমান, নুরুল ইসলাম নাঈম, মুফতী জহির ইবনে মুসলিম, মুফতী মাছউদুর রহমান, মুফতী ফরিদুল ইসলাম, হাফেজ নিজাম উদ্দিন, প্রকৌশলী গিয়াস উদ্দিন, ডাক্তার মজিবুর রহমান, হাফেজ আবু হানিফ ভূঁইয়া, এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, হাজী আলাউদ্দিন, হাজী মোস্তফা কামাল প্রমুখ।

এসএস

আরো পড়ুন : শায়খ যাকারিয়া রহ.-এর আমানত পেয়ে ধন্য আমি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ