মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন সুষ্ঠ করতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার ‘তিনবারের বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান ত্বকীকে স্মরণীয় করে রাখবে’ প্রাথমিকে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার: ধর্ম উপদেষ্টা অভিমানী মানুষের মতোই বিদায় হাফেজ ত্বকীর এক মাসে ওমরাহ পালন ১ কোটি ১৭ লাখ মুসল্লি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা হাফেজ ত্বকীর মৃত্যুতে মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শোক কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবার মৃত্যুর শঙ্কা বারবার বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন হাফেজ ত্বকী বিএনপি সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তাবলিগ বিষয়ে উলামা জোড় চলছে; আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: রাজধানীর সদরঘাটে বাহাদুর শাহ পার্কে তাবলিগের চলমান সঙ্কট নিরসনে উলামা জোড় চলছে।

আজ সকাল থেকে শুরু হওয়া এ জোড়ের সভাপতিত্ব করছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী।

জোড়ে ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন।

জানা গেছে, গত বিশ্ব ইজতেমার পর মাওলানা সাদ কান্ধলভীকে জড়িয়ে বাংলাদেশের উলামাদের এহানতসহ বিভিন্নভাবে সমালোচনার সম্মুখিন করা হয়। এসব বিষয়ে আলেমগণ নতুন সিদ্ধান্ত নিতে পারেন আজকের জোড়ে।

জোড়ের বয়ানে জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন, তাবলিগ জামাতে এমন কিছু বিষয় আসছে যাতে এ পথ ও পন্থাকে বিপথে যাওয়ার নেয়ার মতো কারণ দেখা যাচ্ছে। আলেমগণ এর সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত না হলে অদূর ভবিষ্যতে দাওয়াত ও তাবলিগে চরম সমস্যা দেখা দিতে পারে।

তিনি বলেন, আমরা তাবলিগকে হেফাজত করতে চাচ্ছি। একে বিপথে যেতে দিতে পারি না। আর একে হেফাজত করতে হলে আলেমদের কৌশলী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি তাবলিগি হালকায় আলেমদের ব্যাপকভাবে সম্পৃক্ততা জরুরি।

তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে এবং পরিপূর্ণ এখলাস নিয়ে কাজ করার আহ্বানও জানান। সাধারণ মানুষ যাতে আলেমদের ভূমিকাকে ভুল না বুঝেন সেভাবে কাজেরও তিনি পরামর্শ দেন।

জোড়ে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন আল্লামা আশরাফ আলী। এবং বৈঠক থেকে উপস্থিতিদের মধ্যে সিদ্ধান্তবলি পৌঁছে দেয়া হবে বালে জানা যায়।

নবিজির দাওয়াত ও তাবলিগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ