বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭


মাদরাসার সভাপতি পদে জাসদের এমপি; হাইকোর্টের স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার নন্দীগ্রামের এক মাদরাসার সভাপতি পদে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এমপি এ কে এম রেজাউল করিম তানসেনের থাকার ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

জেলার মাঝগ্রাম এমএ ফাজিল মাদরাসার সভাপতির পদে থাকার ওপর এই স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ছয় মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।

স্থগিতাদেশ ছাড়াও তার সভাপতি পদে থাকা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের জন্য এই রুল দেয়া হয়েছে।

রুলে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিষয়ক সচিব, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ন কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

মাঝগ্রাম এম এ ফাজিল মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক মো. আতিকুজ্জামান এ রিট আবেদনটি দায়ের করেন।

কুরআনের কোথায় আছে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না: হাইকোর্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ