আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় টোকিও প্যাকেজিং এন্ড এক্সেসরিজ লিমিটেড নামের একটি কারখানায় আগুন লেগেছে। রবিবার দিবাগত রাতে বিদ্যুৎ থেকে আগুন লেগে যায় বলে জানা যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, রাতে ওই কারখানার ভেতরে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে সাভার ও আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে আগুন ওই কারখানার পাশে একটি শ্রমিক কলোনীতে ছড়িয়ে পড়লে প্রায় ১৪ টি টিনসেড ঘর পুড়ে যায়।
খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।