শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

২৫ মার্চ ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলা: আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কালো রাতে নিহতদের স্মরণে রাত ৯টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার কর্মসূচি নিয়েছে সরকার।

আজ রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

২৫ মার্চ ও ২৬ মার্চ দিবস পালন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘২৫ মার্চ আমাদের জাতীয় জীবনের জন্য এক বেদনাময় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই উপরোক্ত কর্মসূচি নেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশবাসীর প্রতি আমাদের অনুরোধ আপনারা এ কর্মসূচি পালন করবেন। এক মিনিটের জন্য নিজেদের ইলেকট্রিক সুইচ বন্ধ করে রাখবেন। তবে হাসপাতালসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এ কর্মসূচির বাইরে থাকবে।’

২৬ মার্চের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সারা দেশে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সড়কে কোনো ধরনের তোরণ নির্মাণ করা যাবে না। এ ছাড়া প্রতিটি জেলায় ও উপজেলায় এ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকবে। স্থানীয় পর্যায়ে অনুষ্ঠান করতে হলে পুলিশের আগাম অনুমতি নিতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ