বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭


আজ সিদ্ধান্ত, আদালতের দিকে তাকিয়ে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত হবে আজ।  আদালতে কী আদেশ হয় তার জন্য নেতাকর্মীরা সে দিকেই তাকিয়ে আছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন আজ।

এ জন্য সংশ্লিষ্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় আবেদনটি এক নম্বরে রাখা হয়েছে। এ মামলায় পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে বিএনপির চেয়ারপারসন গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

খালেদা জিয়ার আইনজীবীরা আশা করছেন এ মামলায় খালেদার জামিন হবে। কারণ দুদকের মামলায় ৫-১০ বছরের সাজা হলেও আসামির জামিনের নজির আছে।

অন্য কোনো মামলায় যদি নতুন করে গ্রেফতার দেখানো না হয় তবে জামিন পেলে খালেদা জিয়ার কারা মুক্তিতে বাধা নেই বলেও তারা জানান।

আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ