মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

হামলার জন্য পুলিশকে দোষারোপ করা ঠিক হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ,ডেস্ক: প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক বলেছেন, এটি ছিল হঠাৎ আক্রমণ। তাই এই ঘটনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারকে দোষারোপ করা ঠিক হবে না।

একই সঙ্গে তার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তিসহ সরকারের সার্বিক সহযোগিতায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

রবিবার সকালে সিএমএইচ-এ তিনি সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার পরপরই ব্যক্তিগতভাবে খোঁজ-খবর নেয়া এবং আমার স্বামীর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

স্বামীর দ্রুত আরোগ্যের জন্য মানুষের দোয়া কামনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াসমিন হক জাফর ইকবালকে সুচিকিৎসা প্রদানের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাকে (জাফর ইকবাল) উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার প্রয়োজন নেই, যেহেতু ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ ভরসা রয়েছে।’

ইয়াসমিন বলেন, বেশ কয়েকবার তাদের প্রতি হুমকি আসায় সরকার তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

হামলার পর জাফর ইকবাল তার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে ইয়াসমিন বলেন, হামলার ১০ মিনিট পর তার স্বামী তার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাকে ও পরিবারের সদস্যদের দুশ্চিন্তা করতে নিষেধ করেন।

এর আগে সিএমএইচ-এর চিকিৎসকরা এক ব্রিফিংয়ে জানান, জনপ্রিয় এই লেখক গতকাল সিলেটে ছুরিকাহত এবং তিনি গত রাত থেকে সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত।

সকালে সিএমএইচ-এর প্রশাসন ব্লকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিফ কার্ডিয়াক সার্জন ও কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুনশি মো. মজিবুর রহমান বলেন, ‘অধ্যাপক জাফর ইকবাল এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত এবং তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। তিনি চিকিৎসকদের সহযোগিতাও করে যাচ্ছেন।’

জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকেল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। বাসস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ